সমালোচনা নয়, সহযোগিতার হাত বাড়িয়ে দিন

সহযোগিতা,সমালোচনার সম্মুখীন ডাঃ জাকির নায়েক,নির্যাতিতা নারী মেহজাবিন,নামায নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।,করোনা ভাইরাস ও আমাদের বাস্তবতা,অসহায় মানুষের,মাওলানা মুফতি জুনায়েদ হাবিব,অসহায় মানুষের পাশে,মাওলানা মুফতি আরিফ জাব্বার কাসেমী,সহায়তা,অসহায় মানুষের সাহায্য,ভালোবাসা,দারিদ্র মানুষ,মুফতি আহমদ বিন জুনায়েদ আল হাবিব,কিনে দিলেন জয়কে,শবেমেহেরাজ এর গুরুত্বপূর্ণ আলোচনা,আল্লাহর ভালোবাসা,শীতের দিন সাহায্য,চূড়ান্ত ডিভোর্সের দিন সাংবাদিকদের,হানিফ সংকেতের নাটক

সমালোচনা মানুষকে  ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।

 মুখের কথা ধারালো ছুরির আঘাতের চেয়েও মারাত্মক। 

গঠনমূলক মন্তব্য কাজের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু অনর্থক সমালোচনা 

ভালো কাজের ভিত্তিকেই নষ্ট করে ফেলে। কিছু লোকের নিন্দা 

হৃদয়কে ক্ষতবিক্ষত করে ফেলে। সমালোচনা করতে কোন 

যোগ্যতা লাগেনা কিন্তু গঠনমূলক মন্তব্য করতে যোগ্যতার

 প্রয়োজন হয়। আমাদের চারপাশে আবর্জনায় নিপতিত কিছু

 ব্যক্তি আছে যারা না বুঝেই পন্ডিত মশায়ের মত ভালো কাজেরও 

নেতিবাচক মনোভাব নিয়ে সমালোচনার ঝড় তুলে ফেলে। 

মনে করে অন্যের দোষ খুঁজে বের করতে পারলেই তার জীবন স্বার্থক। 

সমালোচক সমাজের উচ্ছিষ্ট আবর্জনা ছাড়া অন্য কিছুই নয়। 

সহযোগিতা হলো উদার মনোভাবের পরিচয়। অন্যে সাহায্যে

 যারা এগিয়ে আসে তারাই প্রকৃত সৎ সভাবের মানুষ।

 সহযোগিতা কারী কখনো বিফল হয়না। সম্মান তাদেরকে কদমবুসি করে।

 নেতৃত্বের আসনে অসিন হয় কোন একটা সময়।

 সহযোগিতার মাধ্যমে জাতি উন্নতির শিখরে পৌঁছে যায়। 

ভালো কাজের উদ্যোগ যারা নিবে তাদেরকে সমালোচনা 

নয়,সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সমালোচনা কারী 

নিমিষেই লাঞ্ছিত হয় এবং সহযোগিতা কারীর পদমর্যাদা বৃদ্ধি পাই।


আরও পড়ুন


বর্তমান সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবস্থান:

বাংলায় একটি প্রবাদ আছে ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ।’

এই প্রবাদটিকে সত্যি প্রমাণ করার জন্যই যেন বর্তমান সমাজ ব্যবস্থা থেকে সব

‘ভালো’ এক এক করে উঠে যাচ্ছে। আগে মানুষ বিশ্বাস করতো ধনের চেয়ে মান বড়।

অথচ এখন এই ধারণা পাল্টে গেছে। প্রত্যেকেই এখন অবিরাম ছুটে চলেছে

অর্থ-সম্পদ ও বিত্তের পেছনে। একজনকে পেছনে ফেলে আর

একজনের সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা প্রত্যেককে করে ফেলেছে অন্ধ।

প্রত্যেকে অবলীলায় বিসর্জন দিচ্ছে নিজস্ব নৈকিতা আর মূল্যবোধকে।

তাই এখন সমাজের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত সবটাই ডুবে গেছে দুর্নীতি,

অপকর্ম আর অনৈতিক কর্মকান্ডে। নৈতিকতা ও মূল্যবোধকে মানুষ

এমন করে নির্বাসিত করেছে যে, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রধানরাও

হর-হামেশাই জেলে যাচ্ছেন দুর্নীতির দায়ে। সামাজিক ও অর্থনৈতিক

ব্যবস্থার প্রত্যেকটি ক্ষেত্রই আজ নীতিহীনতায় জর্জরিত।

মূল্যবোধের চর্চাকে এখন বোকাদের কাজ বলে বিদ্রুপ করা হয়।

একটা সময় ছিল যখন একজন দরিদ্র্য অথচ নীতিবান মানুষকে

সকলেই সম্মান করত। আর এখন টাকা যার সম্মান তার।

তাই আমরা ঘুষখোর, দুর্নীতি পরায়ণ আর সুদ-কারবারী

মহাজনদের সম্মান করি, সংবর্ধনা দেই। এই অবস্থা চলতে থাকলে

নৈতিকতা ও মূল্যবোধকে কিছুদিন পরে রূপকথার গল্পে খুঁজতে হবে

Next Post Previous Post