কারেন্ট নিউজ পর্ব #০২
০১. প্রশ্নঃ ২০১৮ সালে কতজন নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১২জন
|
০২. প্রশ্নঃ চিকিৎসা শাস্ত্রে ২০১৮ সালে নোবেল বিজয়ীর নাম কি?
উত্তরঃ তাসুকু হনজো এবং জেমস প্যাট্রিক এলিসন
|
০৩. প্রশ্নঃ পদার্থবিদ্যায় ২০১৮ সালে নোবেল পান কে?
উত্তরঃ আর্থার অ্যাশকিন, জেরার্ড মৌরৌ এবং ডোনা স্ট্রিকল্যান্ড
|
০৪. প্রশ্নঃ রসায়নে ২০১৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ ফ্রান্সেস এইচ. আর্নল্ড, জর্জ পি. স্মিথ এবং স্যার গ্রেগরি পি. উইন্টার
|
০৫. প্রশ্নঃ শান্তিতে নোবেল ২০১৮ লাভ করেন কে?
উত্তরঃ ডেনিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ
|
০৬. প্রশ্নঃ অর্থনীতিতে ২০১৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ উইলিয়াম ডি. নর্ডহাস এবং পল মাইকেল রোমার
|
০৭. প্রশ্নঃ সাহিত্যের বিকল্প নোবেল 'নিউ একাডেমি প্রাইজ ফর লিটারেচার' লাভ করেন কে?
উত্তরঃ ম্যারিস কোন্ডি
|
০৮. প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তরঃ ১৬.৬৪ কোটি
|
০৯. প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে জনসংখ্যায় বাংলাদেশে অবস্থান কততম?
উত্তরঃ অষ্টম
|
১০. প্রশ্নঃ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.১০%
|
১১. প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
উত্তরঃ ওমান
|
১২. প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে?
উত্তরঃ সিরিয়া
|
১৩. প্রশ্নঃ বাংলাদেশে কবে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (MNP) চালু হয়?
উত্তরঃ ১ অক্টোবর, ২০১৮
|
১৪. প্রশ্নঃ বাংলাদেশ কততম দেশ হিসেবে MNP চালু করে?
উত্তরঃ ৭২তম
|
১৫. প্রশ্নঃ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি?
উত্তরঃ নগদ
|
১৬. প্রশ্নঃ ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
|
১৭. প্রশ্নঃ ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ শাদ
|
১৮. প্রশ্নঃ ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ১০৩তম
|
১৯. প্রশ্নঃ বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সিঙ্গাপুর
|
২০. প্রশ্নঃ বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ শাদ
|
২১. প্রশ্নঃ বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ১০৬তম
|
২২. প্রশ্নঃ ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, ২০১৮' কবে পাশ করা হয়?
উত্তরঃ ২১ অক্টোবর, ২০১৮
|
২৩. প্রশ্নঃ বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮' কবে পাশ হয়?
উত্তরঃ ২৪ অক্টোবর, ২০১৮
|
২৪. প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেতু কোন দেশে অবস্থিত?
উত্তরঃ চীন
|
২৫. প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেতুর নাম কি?
উত্তরঃ
Hong Kong-Zhuhai-Macau Bridge
|
২৬. প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫৫ কিলোমিটার
|
২৭. প্রশ্নঃ ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোন দেশের নাম বদলে গণভোট অনুষ্ঠিত হয়?
উত্তরঃ মেসিডোনিয়া
|
২৮. প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের ২০তম রাজ্য হিসেবে মৃত্যুদণ্ড বিলুপ্ত হয় কোথায়?
উত্তরঃ ওয়াশিংটন
|
২৯. প্রশ্নঃ ইথিওপিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ সাহলে-ওয়র্ক জিউদা
|
৩০. প্রশ্নঃ ভূটানের নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ লোটে শেরিং
|
৩১. প্রশ্নঃ ইরাকের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তরঃ বারহাম সালিহ
|
৩২. প্রশ্নঃ গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
|
৩৩. প্রশ্নঃ গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া
|
৩৪. প্রশ্নঃ গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মিসর
|
৩৫. প্রশ্নঃ গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ পঞ্চম
|
৩৬. প্রশ্নঃ ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
|
৩৭. প্রশ্নঃ ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ চতুর্থ
|
৩৮. প্রশ্নঃ চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভারত
|
৩৯. প্রশ্নঃ ভূট্টা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
|
৪০. প্রশ্নঃ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৫৯টি
|
৪১. প্রশ্নঃ ২৪তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 24) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ কেটুইয়েস, পোল্যান্ড
|
৪২. প্রশ্নঃ গ্রীনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন
|
৪৩. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেলের নাম কি?
উত্তরঃ ডা. সুসানে গীতি
|
৪৪. প্রশ্নঃ কোন গ্রন্থের জন্য অ্যানা বার্নাস ২০১৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
উত্তরঃ
Milkman
|
৪৫. প্রশ্নঃ No Spin' আত্মজীবনীর রচয়িতা কে?
উত্তরঃ শেন ওয়ার্ন
|
৪৬. প্রশ্নঃ বঙ্গবন্ধুর রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের হিন্দি ভাষার অনুবাদক কে?
উত্তরঃ প্রেম কাপুর
|
৪৭. প্রশ্নঃ বঙ্গবন্ধুর রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের স্প্যানিশ ভাষার অনুবাদক কে?
উত্তরঃ বেঞ্জামিন ক্লার্ক
|
৪৮. প্রশ্নঃ পঞ্চম BIMSTEC কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ শ্রীলংকা
|
৪৯. প্রশ্নঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সূত্রানুসারে বর্তমানে দেশের কতটি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যায়?
উত্তরঃ ১২৫টি
|
৫০. প্রশ্নঃ বিদ্যুতের প্রথম স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় স্থাপন করা হচ্ছে?
উত্তরঃ খুলনায়
|
৫১. প্রশ্নঃ BRRI উদ্ভাবিত নতুন দু'টি ধানের জাত কি কি?
উত্তরঃ ব্রি ৮৮ এবং ব্রি ৮৯
|
৫২. প্রশ্নঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন দেশি মুরগির জাতের নাম কি?
উত্তরঃ মাল্টি কালার টেবিল চিকেন
|
৫৩. প্রশ্নঃ ভাস্কর্য 'অনুপ্রেরণা ১৯' কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর
|
৫৪. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সয়েল আর্কাইভ কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা বিশ্ববিদ্যালয়
|
৫৫. প্রশ্নঃ বাংলাদেশ শিপিং কর্পোরেশনে বর্তমানে জাহাজের জংখ্যা কত?
উত্তরঃ ৩টি
|
৫৬. প্রশ্নঃ দীর্ঘ ২৭ বছর পর শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হওয়া জাহাজের নাম কি?
উত্তরঃ বাংলার জয়যাত্রা
|
৫৭. প্রশ্নঃ জাতীয় পরিবেশনীতি ২০১৮- তে অন্তর্ভূক্ত খাত কতটি?
উত্তরঃ ২৪ টি
|
৫৮. প্রশ্নঃ ২০১৮ সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ ড. ডেভিড নাবাররো এবং ড. লওরেস হাদ্দাদ
|
৫৯. প্রশ্নঃ ২০১৮ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ রবার্ট ল্যাংলান্ডস
|
৬০. প্রশ্নঃ সিডনি শান্তি পুরস্কার-২০১৮ লাভ করেন কে?
উত্তরঃ জোসেফ স্টিগলিজ
|
৬১. প্রশ্নঃ ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ বেলজিয়াম (২০১৮)
|
৬২. প্রশ্নঃ ২০১৮ সালের দ্বাদশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ মালদ্বীপ
|
৬৩. প্রশ্নঃ ফুটবলে কর্নার থেকে সরাসরি বল জালে পাঠালে তাকে কি বলা হয়?
উত্তরঃ অলিম্পিক গোল বা অলিম্পিকো
|
৬৪. প্রশ্নঃ LRB ব্যান্ডের পুরো নাম কি?
উত্তরঃ
Love Runs Blind
|
৬৫. প্রশ্নঃ বাংলার নবাবদের স্মৃতিবিজড়িত কোন ঐতিহাসিক স্থাপনা ঢাকার ৪০০ বছর উপলক্ষে জাদুঘরে রূপান্তর করা হয়?
উত্তরঃ নিমতলী দেউড়ি প্রাসাদ
|
৬৬. প্রশ্নঃ প্রয়াত খ্যাতিমান জ্যোতিপদার্থবিদ স্টিফেন হকিং রচিত সর্বশেষ গ্রন্থের নাম কি?
উত্তরঃ Big
Answer to the Big Questions
|
৬৭. প্রশ্নঃ শেখ হাসিনা : দুর্গম পথযাত্রী' প্রামাণ্যচিত্রের নির্মাতা কে?
উত্তরঃ অমর একুশে গানের রচয়িতা আবদুর গফফার চৌধুরী
|
৬৮. প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন গল্প নিয়ে নির্মিত ডকু-ড্রামার নাম কি?
উত্তরঃ
Hasina : A Daughter's Tell
|
৬৯. প্রশ্নঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্রের নাম কি?
উত্তরঃ
Biography of Nazrul
|
৭০. প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রামের নাম কি?
উত্তরঃ শ্রীমুখ; বিশ্বনাথ, সিলেট
|
৭১. প্রশ্নঃ USMCA'র পূর্ণরূপ কী?
উত্তরঃ
United States-Mexico-Canada Agreement
|
৭৩. প্রশ্নঃ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের?
উত্তরঃ রাশিয়া
|
৭৪. প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গাঁজা বিক্রি ও ব্যবহারের আইনগত অনুমোদন দেয় কোন দেশ?
উত্তরঃ কানাডা
|
৭৫. প্রশ্নঃ কোন দেশে প্রথম মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু হয়?
উত্তরঃ সিঙ্গাপুর (১ এপ্রিল, ১৯৯৭)
|
৭৬. প্রশ্নঃ কোন দেশে প্রথম মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু হয়?
উত্তরঃ সিঙ্গাপুর (১ এপ্রিল, ১৯৯৭)
|
৭৭. প্রশ্নঃ তিনটি অর্থনৈতিক অঞ্চল মিলিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক বলয়ের নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
|
৭৮. প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন বিষয়ক অর্থনীতির জনক বলা হয় কাকে?
উত্তরঃ অধ্যাপক উইলিয়াম নর্ডহাস (যুক্তরাষ্ট্র)
|
৭৯. প্রশ্নঃ রয়্যাল ইসলামিক স্ট্র্যাটিজিক স্টাডিজ সেন্টারের তালিকায় ২০১৮ সালের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের নাম কি?
উত্তরঃ রিসেপ তায়েপ এরদোগান
|
৮০. প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী কমান্ডিং জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন কে?
উত্তরঃ লেফটেন্যান্ট জেনারেল লরা জে. রিচার্ডসন
|
৮১. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত?
উত্তরঃ ১০,৪১,৯০,৪৮০ জন
|
৮২. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার সংখ্যা কত?
উত্তরঃ ৫,২৫,৪৭,৩২৯ জন
|
৮৩. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটার সংখ্যা কত?
উত্তরঃ ৫,১৬,৪৩,১৫১ জন
|
৮৪. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক ভোটার কোন আসনে?
উত্তরঃ ঢাকা-১৯ (৭,৪৭,৩০১ জন)
|
৮৫. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোটার কোন আসনে?
উত্তরঃ ঝালকাঠি (১,৭৮,৭৮৫ জন)
|
৮৬. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি ভোটকেন্দ্র রয়েছে?
উত্তরঃ ৪০,৬৫৭টি
|
৮৭. প্রশ্নঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ কতটি?
উত্তরঃ ২,০৯,৪১৮ টি
|
৮৮. প্রশ্নঃ চাঁদে পা রাখা প্রথম মানব নীল আর্মস্ট্রংয়ের জীবনী ও চন্দ্র বিজয়ের উপাখ্যান নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ
First Man
|
৮৯. প্রশ্নঃ বিশ্ব দক্ষতা ফোরামে বাংলাদেশকে কততম সদস্য হিসেরে যুক্ত করা হয়?
উত্তরঃ ৭৯তম
|
৯০. প্রশ্নঃ ২০১৮ সালে কতজন নারী নোবেল বিজয় করেন?
উত্তরঃ ৩জন
|
৯১. প্রশ্নঃ ২০১৮ সালে সর্ভকনিষ্ঠ নোবেলজয়ী কে?
উত্তরঃ নাদিয়া মুরাদ (২৫)
|
৯২. প্রশ্নঃ ২০১৮ সালে বয়োজ্যেষ্ঠ নোবেলজয়ী কে?
উত্তরঃ আর্থার অ্যাশকিন (৯৬)
|
৯৩. প্রশ্নঃ নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তরঃ ৯০ লক্ষ সুইডিশ ক্রোনা (প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার)
|
৯৪. প্রশ্নঃ চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম কোন সংস্থা ঘোষণা করে?
উত্তরঃ ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
|
৯৫. প্রশ্নঃ চেক পয়েন্ট' থেরাপি কার গবেষণার ফল?
উত্তরঃ তাসুকু হনজো
|
৯৬. প্রশ্নঃ রয়েল সুইডিশ একাডেমি অভ সায়েন্সেস কোন বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করে?
উত্তরঃ পদার্থবিদ্যা, অর্থনীতি ও রসায়ন
|
৯৭. প্রশ্নঃ চীনের তৈরি প্রথম বহুমুখী যুদ্ধবিমানের নাম কি?
উত্তরঃ এফটিসি-২০০০জি
|
৯৮. প্রশ্নঃ ভারতের ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ণনের মৃত্যু হয় কবে?
উত্তরঃ ৯ নভেম্বর, ২০০৫
|
৯৯. প্রশ্নঃ আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল পাশার মৃত্যু হয় কবে?
উত্তরঃ ১০ নভেম্বর, ১৯৩৮
|
১০০. প্রশ্নঃ এন্ডোজেন প্রবৃদ্ধি তত্ত্ব' কার উদ্ভাবিত?
উত্তরঃ পল মাইকেল রোমার
|
১০১. প্রশ্নঃ নাদিয়া মুরাদের সংগঠনের নাম কি?
উত্তরঃ
Nadia's Initiative
|
১০২. প্রশ্নঃ নাদিয়া মুরাদ কোন সম্প্রদায়ের মেয়ে?
উত্তরঃ ইয়াজিদি সম্প্রদায় (ইরাক)
|
১০৩. প্রশ্নঃ সমন্বিত মূল্যায়নমূলক মডেল' তৈরি করেন কে?
উত্তরঃ অধ্যাপক উইলিয়াম নর্ডহাস (যুক্তরাষ্ট্র)
|
১০৪. প্রশ্নঃ ভারতের উত্তর প্রদেশের মহানগর এলাহাবাদের নতুন নাম কি?
উত্তরঃ প্রয়াগরাজ
|
১০৫. প্রশ্নঃ জার্মানিকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্তকারী বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে
|
১০৬. প্রশ্নঃ জলবায়ু পরিবর্তনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাকে জোরদার করার লক্ষ্যে কোন সংগঠনটি গঠিত হয়?
উত্তরঃ
Partnering for Green Growth and the Global Goals 2030
|
১০৭. প্রশ্নঃ ওয়াশিংটন কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়?
উত্তরঃ ১৮৮৯ সালে (১১ নভেম্বর)
|
১০৮. প্রশ্নঃ ঋণাত্মক জন্মহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ সিরিয়া (-১.৭%)
|
১০৯. প্রশ্নঃ শূণ্য জনসংখ্যার দেশ কোনটি?
উত্তরঃ আলবেনিয়া এবং বেলারুশ
|
১১০. প্রশ্নঃ সর্বাধিক জন্মহারের দেশ কোনটি?
উত্তরঃ ওমান (৫.৮%)
|
১১১. প্রশ্নঃ বাংলাদেশের প্রজনন হার কত?
উত্তরঃ ২.১০%
|
১১২. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট কোন দেশের?
উত্তরঃ জাপান (১০৯টি দেশে ভিসা ছাড়া)
|
১১৩. প্রশ্নঃ শতকরা হারে দারিদ্রে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মাদাগাস্কার (৭৭.৭%)
|
১১৪. প্রশ্নঃ HSBC অনুসারে 'কাজে ও বসবাসে' বিশ্বের সেরা দেশ কোনটি?
উত্তরঃ সিঙ্গাপুর (২১,০০০ মার্কিন ডলার)
|
১১৫. প্রশ্নঃ IFC এর তালিকা অনুসারে তাদের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভারত (৫ হাজার ৬০ কোটি মার্কিন ডলার)
|
১১৬. প্রশ্নঃ বৈশ্বিক সম্পদ প্রতিবেদন অনুসারে ২০১৮ সালে বিশ্বের মাথাপিছু সম্পদ কত?
উত্তরঃ ৬৩,১০০ মার্কিন ডলার
|
১১৭. প্রশ্নঃ বৈশ্বিক সম্পদ প্রতিবেদন অনুসারে ২০১৮ সালে বাংলাদেশের মাথাপিছু সম্পদ কত?
উত্তরঃ ২,৩৩২ মার্কিন ডলার
|
১১৮. প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম কত সালে?
উত্তরঃ ১৮৮৯ সাল (১৪ নভেম্বর)
|
১১৯. প্রশ্নঃ আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
উত্তরঃ অ্য্যান্টনি ল্যাভয়সিয়েকে
|
১২০. প্রশ্নঃ মুসলিম সাহিত্য সমাজ' এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ নওয়াব আবদুল লতিফ
|
১২১. প্রশ্নঃ লোকসঙ্গীত শিল্পী এবং বংশীবাদক বারী সিদ্দিকীর জন্ম কত সালে?
উত্তরঃ ১৯৫৪ সালে (১৫ নভেম্বর)
|
১২২. প্রশ্নঃ স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি
|
১২৩. প্রশ্নঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের 'মৈত্রী চুক্তি' সাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫ (১৫ আগস্ট)
|
১২৪. প্রশ্নঃ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সমীক্ষা অনুসারে বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা কত?
উত্তরঃ ৩৭,১৬,৬৯৮ জন
|
১২৫. প্রশ্নঃ Great Bhola Cyclone কত সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে?
উত্তরঃ ১৯৭০ সালে (১৩ নভেম্বর)
|
১২৬. প্রশ্নঃ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্ম কত সালে?
উত্তরঃ ১৯৪৮ সালে (১৩ নভেম্বর)
|
১২৭. প্রশ্নঃ ঐচ্ছিক বিধান' সাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৬১ সালে (১৮ এপ্রিল)
|
১২৮. প্রশ্নঃ জার্মানির পুনঃএকত্রীকরণের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯০ সালে (১৪ নভেম্বর)
|
১২৯. প্রশ্নঃ লীগ অব নেশন্সের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫ নভেম্বর, ১৯২০
|
১৩০. প্রশ্নঃ ল্যাসিক আই সার্জারি, ক্যান্সার চিকিৎসা এবং স্মার্টফোনের কাভার গ্লাস তৈরিতে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তরঃ
Criped Pulse Amplification (CPA)
|
১৩১. প্রশ্নঃ শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী কবে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ২৭ নভেম্বর, ১৯২৫ সালে
|
১৩২. প্রশ্নঃ মার্কিন গায়ক জর্জ হ্যারিসনের মৃত্যু হয় কত সালে?
উত্তরঃ ২৯ নভেম্বর, ২০০১ সালে
|
১৩৩. প্রশ্নঃ আটলান্টিক পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছানো প্রথম ইউরোপীয় নাবিক কে?
উত্তরঃ ফার্ডিনান্ড ম্যাগেলান (১৫২০ সালে)
|
১৩৪. প্রশ্নঃ নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম মুসলিম মহিলা কে?
উত্তরঃ শিরিন এবাদি
|
১৩৫. প্রশ্নঃ পানামা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ২৮ নভেম্বর, ১৮২১ সালে
|
১৩৬. প্রশ্নঃ কোন মুসলিম শহরকে 'Light House of Europe' বলা হত?
উত্তরঃ কর্ডোভা
|
১৩৭. প্রশ্নঃ ২১তম ফুটবল বিশ্বকাপে মোট কতটি মুসলিম দেশ ছিলো?
উত্তরঃ ৭টি
|
১৩৮. প্রশ্নঃ OIC ভুক্ত কোন দেশটি IDB'র সদস্য নয়?
উত্তরঃ আইভেরি কোস্ট
|
১৩৯. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোটের নাম কি?
উত্তরঃ WTO
|
১৪০. প্রশ্নঃ CFC গ্যাস কত বছর সক্রিয় থাকে?
উত্তরঃ ৮০-১৭০ বছর
|
১৪১. প্রশ্নঃ আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্তরূপ কি?
উত্তরঃ UPU
|
১৪২. প্রশ্নঃ বিজ্ঞানী টমাস আলভা এডিসন কত সালে ফোনোগ্রাফ আবিস্কারের ঘোষণা দেন?
উত্তরঃ ১৮৭৭ সালে (২১ নভেম্বর)
|
১৪৩. প্রশ্নঃ কারবালা' ও 'শহরনাম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবদুল হাকিম
|
১৪৪. প্রশ্নঃ মাইকেল-রবীন্দ্রণাথ-নজরুল আমার মাতৃভাষা' -এটি কার উক্তি?
উত্তরঃ মুনীর চৌধুরী
|
১৪৫. প্রশ্নঃ এপিটাফ' শব্দের অর্থ কি?
উত্তরঃ সমাধি-লিপি
|
১৪৬. প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৮' অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তরঃ ১০৯০ জন (প্রতি বর্গ কিলোমিটারে)
|
১৪৭. প্রশ্নঃ বাংলা চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের মৃত্যু হয় কবে?
উত্তরঃ ১৬ নভেম্বর ২০১২
|
১৪৮. প্রশ্নঃ তোহফা' কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ আলাওল
|
১৪৯. প্রশ্নঃ প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্যের নাম কি?
উত্তরঃ ডাক ও খনার বচন
|
১৫০. প্রশ্নঃ প্রাকচৈতন্য যুগের ব্যাপ্তি-
উত্তরঃ ১২০১-১৫০০ খ্রিস্টাব্দ
|
১৫১. প্রশ্নঃ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার মিরপুরে
|
১৫২. প্রশ্নঃ Life is like riding a bicycle. To
keep your balance, you must keep moving' - উক্তিটি কার?
উত্তরঃ আলবার্ট আইনস্টাইন
|
১৫৩. প্রশ্নঃ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত প্রথম ভাস্কর্যের নাম কি?
উত্তরঃ অপরাজেয় বাংলা
|
১৫৪. প্রশ্নঃ একটি সম্পূর্ণ মঙ্গলকাব্যে সাধারণত কতটি অংশ থাকে?
উত্তরঃ ৫টি
|
১৫৫. প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি উদ্ধার করেন কে?
উত্তরঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
|
১৫৬. প্রশ্নঃ ইয়াসির আরাফাত কত সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন?
উত্তরঃ ১৫ নভেম্বর, ১৯৮৮
|
১৫৭. প্রশ্নঃ চর্যাপদে কোন কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি?
উত্তরঃ লাড়ীডোম্বী পা
|
১৫৮. প্রশ্নঃ কেরি সাহেবের মুনশী' বলা হয় কাকে?
উত্তরঃ রামরাম বসুকে
|
১৫৯. প্রশ্নঃ সর্বপ্রথম 'বঙ্গ' দেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তরঃ ঋগ্বেদের 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে
|
১৬০. প্রশ্নঃ নবাব সিরাজউদ্দৌলার কবর কোথায়?
উত্তরঃ মুর্শিদাবাদের নিকট খোশনগরে
|
১৬১. প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ ব্যাংক' কতসালে চালু হয়?
উত্তরঃ ১৯১৪ সালে (১৬ নভেম্বর)
|
১৬২. প্রশ্নঃ অপরাজেয় বাংলা'র স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ আবদুল্লাহ খালেক
|
১৬৩. প্রশ্নঃ চর্যাপদের প্রধান তত্ত্ব কি?
উত্তরঃ মহাসুখরূপ নির্বাণ লাভ
|
১৬৪. প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচনাকাল কত?
উত্তরঃ ১৪০০ খ্রিষ্টাব্দ
|
১৬৫. প্রশ্নঃ চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম কি?
উত্তরঃ ফেবো
|
১৬৬. প্রশ্নঃ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কত সালে?
উত্তরঃ ১৯৬৬ সালে (১ মার্চ)
|
১৬৭. প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে প্রথম 'পুলিশ রেগুলেশন অ্যাক্ট' প্রণীত হয় কবে?
উত্তরঃ ১৮৬১ সালে
|
১৬৮. প্রশ্নঃ
উত্তরঃ
|
১৬৯. প্রশ্নঃ সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়?
উত্তরঃ এশিয়া মাইনরে
|
১৭০. প্রশ্নঃ শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে সাক্ষরিত চুক্তির নাম কি?
উত্তরঃ আলজিয়ার্স চুক্তি
|
১৭১. প্রশ্নঃ শিখদের পবিত্র গ্রন্থের নাম কি?
উত্তরঃ গ্রন্থ সাহেব
|
১৭২. প্রশ্নঃ মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭ নভেম্বর, ১৯৭৬
|
১৭৩. প্রশ্নঃ রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পদকের নাম কি?
উত্তরঃ অর্ডার অব ফ্রেন্ডশিপ
|
১৭৪. প্রশ্নঃ প্রাচীন বংলার হরিপদ জনপদটি কোথায় অবস্থিত ছিলো?
উত্তরঃ চট্টগ্রামে
|
১৭৫. প্রশ্নঃ লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
উত্তরঃ ইরানের
|
১৭৬. প্রশ্নঃ চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৭৭তম
|
১৭৭. প্রশ্নঃ ১৯৯৯ সালে চীন কর্তৃক প্রথমবারের মত মহাকাশে পাঠানো মহাকাশযানের নাম কি?
উত্তরঃ শেনঝু-১
|
১৭৮. প্রশ্নঃ আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
উত্তরঃ ৩৩
|
১৭৯. প্রশ্নঃ বারডেম প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম (১৯৮০ সালে)
|
১৮০. প্রশ্নঃ রক্তে বিলিরুবিনের মাত্রা ১% বেশি হলে কোন রোগ হয়?
উত্তরঃ জন্ডিস
|
১৮১. প্রশ্নঃ বিশ্বে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৭ সালে (দক্ষিণ আফ্রিকার কেপটাউনে)
|
১৮২. প্রশ্নঃ মুসলিম দেশগুলোর মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারী প্রথম দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ
|
১৮৩. প্রশ্নঃ ডায়েবেটিক অ্য্যাসোসিয়েশন অব বাংলাদেশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৬ সালে
|
১৮৪. প্রশ্নঃ আইনের দৃষ্টিতে সবাই সমান' এই কথাটি প্রথম কে বলেন?
উত্তরঃ অধ্যাপক ডাইসি
|
১৮৫. প্রশ্নঃ ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা সৈয়দ নিসার আলী তিতুমীরের মৃত্যু হয় কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর, ১৮৩১ সালে
|
১৮৬. প্রশ্নঃ শুকনো অবস্থায় মানবদেহে রোধের পরিমাণ কত?
উত্তরঃ ৫০,০০০ Ω
|
১৮৭. প্রশ্নঃ ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম কত সালে?
উত্তরঃ ১৯১৭ সালে (১৯ নভেম্বর)
|
১৮৮. প্রশ্নঃ Forbes'র তথ্য মতে, ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
উত্তরঃ সি চিন পিং (চীন)
|
১৮৯. প্রশ্নঃ ১২ আগস্ট ২০১৮তে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করা মহাকাশযানের নাম কি?
উত্তরঃ পার্কার সোলার প্রোব
|
১৯০. প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা কে ছিলেন?
উত্তরঃ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান
|
১৯১. প্রশ্নঃ ম্যালেরিয়া রোগের কারণ আবিস্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ ফরাসি বিজ্ঞানী লাভরান (১৮৮০ সালে)
|
১৯২. প্রশ্নঃ সর্বপ্রথম নোবেল পুরস্কার পাওয়া মুসলিম কে?
উত্তরঃ আনোয়ার সাদাত (মিসর)
|
১৯৩. প্রশ্নঃ শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
উত্তরঃ জুলিও কুরী পদক
|
১৯৪. প্রশ্নঃ ২০১৮ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পান কে?
উত্তরঃ সেলিনা হোসেন
|
১৯৫. প্রশ্নঃ বঙ্গবন্ধু রচিত 'নয়াচীন' গ্রন্থটি প্রকাশ করবে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ বাংলা একাডেমি
|
১৯৬. প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'কালো দিবস' কোনটি?
উত্তরঃ ২৩শে আগস্ট
|
১৯৭. প্রশ্নঃ বিশ্বে প্রথম কোন স্মার্টফোনটি বাজারে আসে?
উত্তরঃ IBM
Simon (১৯৯২ সালে)
|
১৯৮. প্রশ্নঃ কত ডিগ্রী ফারেনহাইটে প্লেগ রোগ বেশি ছড়ায়?
উত্তরঃ ৬৮-৭৮⁰ ফারেনহাইটে
|
১৯৯. প্রশ্নঃ FNAC কোন রোগ নির্ণয়ের পদ্ধতি?
উত্তরঃ ক্যান্সার
|
২০০. প্রশ্নঃ বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু কোনটি?
উত্তরঃ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
|
২০১. প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ নভেম্বর, ১৯৭১
|
২০২. প্রশ্নঃ হেনরি ডুনান্ট কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ সুইজারল্যান্ড
|
২০৩. প্রশ্নঃ ISPR কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা
|
২০৪. প্রশ্নঃ বিশ্বের প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে
|
২০৫. প্রশ্নঃ বিশ্বের পরবর্তী মরণব্যাধির নাম কি?
উত্তরঃ এমজি (মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম)
|
২০৬. প্রশ্নঃ জাপানের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ নাইচো
|
২০৭. প্রশ্নঃ ARPANET কত সালে চালু করা হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে (২১ নভেম্বর)
|
২০৮. প্রশ্নঃ ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৬৩ সালে (২২ নভেম্বর)
|
২০৯. প্রশ্নঃ আর্মড ফোর্স মেডিকেল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৬ সালে
|
২১০. প্রশ্নঃ বাংলাদেশে প্রথম Mainframe Computer স্থাপন করা হয় কোথায়?
উত্তরঃ বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে
|
২১১. প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়?
উত্তরঃ বি-১২
|
২১২. প্রশ্নঃ ওজোনের গড় ঘনত্ব প্রতি কেজি বাতাসে কত?
উত্তরঃ ৬৩৫ মাইক্রোগ্রাম
|
২১৩. প্রশ্নঃ ফুটবল কিংবদন্তি পেলে তাঁর ক্যারিয়ারের ১০০০তম গোল করেন কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর, ১৯৬৯ সালে
|
২১৪. প্রশ্নঃ চার্লস ডারউইনের 'Origin if the Species' কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৫৯ সালে
|
২১৫. প্রশ্নঃ নৌ চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে 'সুয়েজ খাল' উম্মুক্ত করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৬৯ সালে (১৬ নভেম্বর)
|
২১৬. প্রশ্নঃ বাংলাদেশের গণতন্ত্রের মূলমন্ত্র কি?
উত্তরঃ পরমসহিষ্ণুতা
|
২১৭. প্রশ্নঃ মদিনা সনদের কতটি ধারা ছিলো?
উত্তরঃ ৪৭টি
|
২১৮. প্রশ্নঃ ১০০০ টাকার নোট প্রথম বাংলাদেশের বাজারে আসে কত সালে?
উত্তরঃ ২০০৮ সালে (২৭ অক্টোবর)
|
২১৯. প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে (২৮ জানুয়ারি)
|