সাম্প্রতিক G.K. তথ্য আপডেট 2022
সাম্প্রতিক G.K. তথ্য আপডেট
১। ভারতের নতুন রাষ্ট্রপতি (১৫তম ) নির্বাচিতঃ
আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের দ্রৌপদী মুরমু
২। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
৩। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে
দ্রুততম মানবী হলো - ‘শেলি অ্যান ফ্রেজার’ (জ্যামাইকা)।
দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের - ফ্রেড কার্লি।
৪। ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংজু শহরে
(২৩সেপ্টেম্বর - ৮অক্টোবর,২০২৩)
৫। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পাচ্ছে - পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬। বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৫৬%।
সূত্র : বিবিএস
৭।জিডিপি ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ (৩৯৭ বিলিয়ন)।
দক্ষিণ এশিয়ায় ১ম - ভারত; ২য় - বাংলাদেশ।
বিশ্ব অর্থনীতিতে...
১ম - যুক্তরাষ্ট্র (২৫.৩ ট্রিলিয়ন)
২য় - চীন (১৯.৯ ট্রিলিয়ন)
৩য় - জাপান (৪.৯ ট্রিলিয়ন)
৪র্থ - জার্মানি (৪.৩ ট্রিলিয়ন)
৫ম - যুক্তরাজ্য (৩.৪ ট্রিলিয়ন)
সূত্রঃ কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপ।
৮।বিশ্বের শক্তিশালী পাসপোর্ট এর তালিকার শীর্ষে - জাপান।✰ বাংলাদেশ - ১০৪তম।
৯। "World Peace Index - 2022"
First - Iceland
Last - Afghanistan
Bangladesh - 96th
১০। ‘চাল’ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান তৃতীয়।
( শীর্ষ দেশ - চীন)