বাংলাদেশে অ্যাডভোকেট এবং ব্যারিস্টার কি????
অ্যাডভোকেট
অ্যাডভোকেট হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত একজন আইনজীবী।
আইন বিষয়ে সম্মান ডিগ্রি (LL.B) সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হওয়ার জন্য ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন এর মেয়াদ নুন্নতম ০৬ মাস সম্পন্ন হলে অ্যাডভোকেট হওয়ার পরীক্ষার জন্য উপযুক্ত হন।
পরীক্ষা টি হয় ৩ টি ধাপের;
১) এম সি কিউ (MCQ);
২) লিখিত (Written) এবং
৩) ভাইবা (Viva) -
৩ টি ধাপেই পাশ করলে তখন তিনি একজন বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ প্রাপ্ত একজন আইনজীবী বা অ্যাডভোকেট হন। অ্যাডভোকেট না হয়ে কেও বাংলাদেশ আইন চর্চা করতে পারেন না।
ব্যারিস্টার:
এটা যুক্তরাজ্য (United Kingdom) এর একটি প্রফেশনাল ডিগ্রি। এর জন্য আপনাকে প্রথমে যুক্তরাজ্য (United Kingdom) থেকে আইন বিষয়ে নুন্নতম 2.2 রেজাল্ট নিয়ে (LL.B) পাশ করতে হবে। এর পর Bar-at-Law প্রোভাইডার ইউনিভার্সিটি বরাবর আবেদন করতে হবে। এর সাথে (INN- International Non-proprietary Name) মেম্বার হতে হবে। আবেদন গৃহীত হলে ৯ মাসের Bar-at-Law কোর্স সম্পন্ন করলে, এর সাথে গৃহীত (INN) থেকে Call to the Bar সম্পন্ন করলে ব্যারিস্টার হতে পারবেন।