৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান (BCS)
৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান
PART 02
৫১. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
উত্তর : দিনাজপুর
৫২. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
উত্তর :ভূমিকম্প
৫৩. নিম্নের কোন দুর্যোগ hydro| meteorological দুর্যোগ হিসেবে পরিচিত?
উত্তর :বন্যা
৫৪. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি | দ্বারা প্লবিত হয়?
উত্তর :ম্যানগ্রোভ বন
৫৫. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
উত্তর :সেন্ট মার্টিনস
৫৬. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?
উত্তর :কুমিল্লা
৫৭. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
উত্তর :মায়ানমার
৫৮. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
উত্তর :উত্তর-পূর্বাঞ্চল
৫৯. সােয়াচ অব নাে গ্রাউন্ড” কী?
উত্তর : সাবমেরিন ক্যানিয়ন
৬০. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
উত্তর :নড়িয়া
৬১. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রােধ কত?
উত্তর : শূন্য
৬২. RFID বলতে বােঝায়
উত্তর :Radio-frequency identification
৬৩. কোন মাধ্যমে আলাের পালস্ ব্যবহৃত হয়?
উত্তর : অপটিক্যাল ফাইবার
৬৪. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
উত্তর :@
৬৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে
উত্তর :মিথেন
৬৬. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়ােজন?
উত্তর :২৬.৫০সে.
৬৭. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
উত্তর :Oracle
৬৮. সালােকসংশ্লেষণে সূর্যের আলাের রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলাে?
উত্তর :৩-৬%
৬৯. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়
উত্তর :অ্যানােডে
৭০. পানির অণু একটি
উত্তর :ডায়াচুম্বক
৭১. ৮১৭০ আইসােটোপের নিউট্রন সংখ্যা কত?
উত্তর :৯
৭২. নিম্নের কোন রােগটি DNA ভাইরাসঘটিত?
উত্তর :স্মলপক্স
৭৩. প্রােটিন তৈরি হয়
উত্তর : অ্যামিনাে এসিড দিয়ে
৭৪. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস
উত্তর :RNA
৭৫. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়
উত্তর :সিস্টল
৪৩ তম বিসিএস এর সমাধান
৭৬. নিচের কোনটি Output device নয়?
উত্তর :Microphone
৭৭. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
উত্তর :URL
৭৮. নিচের কোন প্রযুক্তি 'Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ কের?
উত্তর :Cloud Computing
৭৯. Keyboard এবং CPU -এর মধ্যে কোন পদ্ধতিতে Data Transmission হয়?
উত্তর : Simplex
৮০. Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?
উত্তর :উপরের সবগুলাে