৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান (BCS)

৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান,৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান,৪৩তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান,৪৩তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান ২০২১,৪৩তম বিসিএস প্রশ্ন সমাধান,৪৩ বিসিএস গণিত প্রশ্নের সমাধান,৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান ২০২১,বিসিএস প্রশ্ন সমাধান,43 তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন সমাধান,৪৩ তম বিসিএস প্রশ্ন সমাধান বাংলা,43 তম বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান একসাথে,৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান,৪৩ তম বিসিএস

৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান

PART 02

৫১. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?

উত্তর : দিনাজপুর

৫২. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?

উত্তর :ভূমিকম্প

৫৩. নিম্নের কোন দুর্যোগ hydro| meteorological দুর্যোগ হিসেবে পরিচিত?

উত্তর :বন্যা

৫৪. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি | দ্বারা প্লবিত হয়?

উত্তর :ম্যানগ্রোভ বন

৫৫. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?

উত্তর :সেন্ট মার্টিনস

৫৬. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?

উত্তর :কুমিল্লা

৫৭. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

উত্তর :মায়ানমার

MORE QUESTION

৫৮. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?

উত্তর :উত্তর-পূর্বাঞ্চল

৫৯. সােয়াচ অব নাে গ্রাউন্ড” কী?

উত্তর : সাবমেরিন ক্যানিয়ন

৬০. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?

উত্তর :নড়িয়া

৬১. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রােধ কত?

উত্তর : শূন্য

৬২. RFID বলতে বােঝায়

উত্তর :Radio-frequency identification

৬৩. কোন মাধ্যমে আলাের পালস্ ব্যবহৃত হয়?

উত্তর : অপটিক্যাল ফাইবার

৬৪. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

উত্তর :@

৬৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে

উত্তর :মিথেন

৬৬. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়ােজন?

উত্তর :২৬.৫০সে.

৬৭. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?

উত্তর :Oracle

৬৮. সালােকসংশ্লেষণে সূর্যের আলাের রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলাে?

উত্তর :৩-৬%

৬৯. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়

উত্তর :অ্যানােডে

৭০. পানির অণু একটি

উত্তর :ডায়াচুম্বক

৭১. ৮১৭০ আইসােটোপের নিউট্রন সংখ্যা কত?

উত্তর :৯

৭২. নিম্নের কোন রােগটি DNA ভাইরাসঘটিত?

উত্তর :স্মলপক্স

৭৩. প্রােটিন তৈরি হয়

উত্তর : অ্যামিনাে এসিড দিয়ে

৭৪. কোভিড-১৯ যে ধরনের ভাইরাস

উত্তর :RNA

৭৫. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়

উত্তর :সিস্টল

৪৩ তম বিসিএস এর সমাধান

৭৬. নিচের কোনটি Output device নয়?

উত্তর :Microphone

৭৭. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

উত্তর :URL

৭৮. নিচের কোন প্রযুক্তি 'Pay as You Go সার্ভিস মডেল অনুসরণ কের?

উত্তর :Cloud Computing

৭৯. Keyboard এবং CPU -এর মধ্যে কোন পদ্ধতিতে Data Transmission হয়?

উত্তর : Simplex

৮০. Blockchain-এর প্রতিটি block কী তথ্য বহন করে?

উত্তর :উপরের সবগুলাে


Next Post Previous Post