ট্রেনের হর্ন ১১ রকমের, জানুন প্রতিটির আলাদা আলাদা অর্থ

ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই,ট্রেনের টিকিট,ট্রেন,ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম ২০২২,ট্রেনের অংক,ট্রেনে আগুন,ট্রেন কার্টুন,ট্রেনের ইঞ্জিন কিভাবে ঘুরে,ট্রেন কিভাবে চালায়,ট্রেন গাড়ি,হর্ন,রেল গাড়ি,train,train cartoon,train to busan,train to busan full movie,train videos,train gadi,train to busan full movie in hindi,train game,train train,train to busan 2,bd education tv,train videos online,vivekexpress,vivek gopinath


■ ট্রেনের হর্ন ১১ রকমের, জানুন প্রতিটির আলাদা আলাদা অর্থ ■

__________________________________________ ★ মোট ১১ রকমের হর্ন বাজে রেলে। এক একভাবে হর্ন বাজানোর অর্থ আলাদা আলাদা। বিভিন্ন কায়দায় হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালক।

জেনে নিন কোন হর্নের কী অর্থঃ–

১। ওয়ান শট হর্নঃ—

একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ, ট্রেন ইয়ার্ডে যাবে সাফাইয়ের জন্য।

২। টু শট হর্নঃ—

সাধারণত ট্রেন ছাড়ার সময়ে এইভাবে হর্ন বাজানো হয়। মোটরম্যান এর মাধ্যমে গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চান।

MORE NEWS

৩। তিন বার ছোট করে হর্ন বাজানোঃ—

চালক কোনওভাবে ট্রেনের উপরে নিয়ন্ত্রণ হারালে বা ট্রেন থামাতে ব্যর্থ হলে এইভাবে হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান।

৪। চার বার ছোট করে হর্ন বাজানোঃ—

এর অর্থ, ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার ফলে ট্রেনটি আর এগোতে পারবে না।

৫। একটা লম্বার পরে একটি ছোট হর্নঃ—

এমন ভাবে হর্ন বাজিয়ে ইঞ্জিন স্টার্ট করার আগে মোটরম্যান গার্ডকে ব্রেক পাইপ সিস্টেম চালু করতে বলেন।

৬। দু’বার লম্বার পরে একটা শর্ট হর্নঃ—

মোটরম্যান এর মাধ্যমে গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নিতে নির্দেশ দেন।

৭। এক টানা হর্নঃ—

এর মাধ্যমে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয় ট্রেনটি পর পর বেশ কিছু স্টেশনে দাঁড়াবে না।

৮। থেমে থেমে দু’বার হর্নঃ—

এর অর্থ ট্রেনটি কোনও রেলওয়ে ক্রসিং পার করছে।

৯। দু’টি লং ও শর্ট হর্নঃ—

এর অর্থ ট্রেনটি ট্র্যাক বদল করছে।

১০। দু’টি শর্ট ও একটি লং হর্নঃ—

এর অর্থ, কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন।

 
১১। ছ’টি ছোট ছোট হর্নঃ—

এর অর্থ, ট্রেনটি কোনও বিপদের মুখে পড়ছে। আপৎকালীন পরিস্থিতিতে এভাবে হর্ন বাজিয়ে সতর্ক করেন চালকরা। 

Next Post Previous Post