সাধারণ জ্ঞান (৯ম-১০ম শ্রেণীর বাঃ ও বিঃ বই থেকে)পর্ব-১১
নতুন মিশন।
সাধারণ জ্ঞান (৯ম -১০ম শ্রেণীর বা ও বি বই)।
পর্ব -১১
১)বিচার বিভাগের কাজ - আইন অনুযায়ী বিচার করা
২) পদমর্যাদায় সবার উপরে - রাষ্ট্রপতি।
৩) সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান - রাষ্ট্রপতি
৪) সংসদ আহবান করেন - রাষ্ট্রপতি
৫) যে কোন দন্ড মার্জনা বা মাফ করতে পারেন - রাষ্ট্রপতি।
৬) বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক - রাষ্ট্রপতি।
৭) জরুরি অবস্থা ঘােষণা করতে পারেন - রাষ্ট্রপতি
৮) বাংলাদেশের সরকার প্রধান - প্রধানমন্ত্রী
৯) সংসদের নেতা- প্রধানমন্ত্রী।
১০) আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতিত্ব করেন - প্রধানমন্ত্রী
১১) জাতীয় সংসদ গঠিত হয় - ৩৫০ সদস্য নিয়ে
১২) মহিলাদের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসন - ৫০ টি
১৩) সংসদের মেয়াদ - ৫ বছর।
১৪) স্পীকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন - সংসদ সদস্যদের মধ্য থেকে
১৫) সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় - ১৯৯১ সালে ( সংবিধানের ১২ তম সংশােধনী)
১৬) বাংলাদেশ জাতীয় সংসদ নামে আইনসভা গঠনের কথা বলা হয়েছে - সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদে
১৭) সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি সম্মতি দান করেন - ১৫ দিনের মধ্যে
১৮) রাষ্ট্রপতিকে অভিশংসন করার ক্ষমতা রযেছে - জাতীয় সংসদের
১৯) সরকার কাজের জন্য জবাব দিহি করতে বাধ্য - সংসদের কাছে
২০) জনগনের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব - বিচার বিভাগের
২১) সংবিধানের রক্ষক বা অবিভাবক - বিচার বিভাগ
২২) বিদেশী নাগরিকদের নাগরিকত্ব দিতে পারে - বিচার বিভাগ
২৩) ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে - বিচার বিভাগ
২৪) বর্তমানে বাংলাদেশের প্রশাসনিক স্তর - ৫টি
২৫) অধিদপ্তরের প্রধান হলেন - মহা পরিচালক।
২৬) বাংলাদেশের সচিবালয় হচ্ছে - আমলিতান্ত্রিক
২৭) বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্র বিন্দু - সচিবালয়।
২৮) স্থানীয় প্রশাসন বলতে বুঝায় - জেলা ও উপজেলার শাসন ব্যবস্থা।
২৯) বিভাগীয় প্রশাসনের প্রধান - বিভাগীয় কমিশনার।
৩০) বিভাগীয় সচিবের মর্যাদা - যুগ্ন সবিচের সমান।
৩১) জেলা প্রশাসনের প্রধান - জেলা প্রশাসক
৩২) জেলা প্রশাসক দায়ী থাকেন - বিভাগীয় কমিশনারের কাছে
৩৩) বিভাগীয় কমিনার দায়ী থাকেন - কেন্দ্রের নিকট
৩৪) বর্তমানে দেশে উপজেলা - ৪৯০ টি।
৩৫) বাংলাদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান - ইউনিয়ন পরিষদ
৩৬) চৌকিদারি পঞ্চায়েত আইন প্রবর্তিত হয় -১৮৭০ সালে
৩৭) বঙ্গীয় স্থানীয় আইন পাস হয় - ১৮৮৫ সালে
৩৮) পল্লি আইন প্রণীত হয় - ১৯১৯ সালে
৩৯) বাংলাদেশের তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয় - ১৯৭৬ সালে।
৪০) ইউনিয়ন পরিষদ গঠিত হয় - ১০/১৫ টি গ্রাম নিয়ে।
৪১) ইউনিয়ন পরিষদের মােট সদস্য - ১৩ জন।
৪২) একটি ইউনিয়নে ওয়ার্ডের সংখ্যা - ১ টি।
৪৩) সংরক্ষিত মহিলা আসন ইউনিয়ন পরিষদে - ৩
৪৪) ইউনিয়ন পরিষদের মেয়াদ -৫ বছর।
৪৫) উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয় - ১৯৮৩ সালে।
৪৬) জেলা পরিষদ আইন প্রবর্তিত হয় - ২০০০ সালের ৬ জুলাই
৪৭) জেলা পরিষদের মােট সদস্য সংখ্যা - ২১ জন
৪৮) জেলা পরিষদের মেয়াদ কাল - ৫ বছর
৪৯) বর্তমানে সিটি কর্পোরেশন - ১১ টি।
৫০) থানা- ৬৩২ টি ৫১) ইউনিয়ন - ৪, ৫৩৬ টি
৫২) পৌরসভা - ৩২৬ টি ৫৩) বিভাগ - ৮র্টি
৫৪) গ্রাম - ৮৭, ৩১৬ টি