সাধারণ জ্ঞান (৯ম-১০ম শ্রেণীর বাঃ ও বিঃ বই থেকে)পর্ব-১২
নতুন মিশন।
সাধারণ জ্ঞান (৯ম -১০ম শ্রেণীর বা ও বি বই থেকে)
পর্ব-১২ (শেষ পর্ব)
১) প্রথম বিশ্বযুদ্ধ - ১৯১৪ থেকে ১৯১৯
২) দ্বিতীয় বিশ্বযুদ্ধ - ১৯৩৯ থেকে ১৯৪৫
৩) লীগ অব নেশনস সৃষ্টি হয় - ১৯২০ সালের ১০ জানুয়ারি
৪) জাতিসংঘ গঠিত হয় - ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর।
৫) জাতিসংঘ দিবস - ২৪ অক্টোবর।
৬) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য - ১৫ ( ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)
৭) স্থায়ী ৫ টি দেশ - যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন।
৮) ভেটো বা কোন প্রস্তাব নাচক করার ক্ষমতা আছে - স্থায়ী ৫ টি দেশের
৯) আন্তর্জাতিক আদালত - নেদারল্যান্ডের হেগ শহরে।
১০) জাতিসংঘের প্রশাসনিক বিভাগ - সেক্রেটারিয়েট
১১) প্রশাসনিক বিভাগের প্রধান - সেক্রটারি জেনারেল বা মহাসচিব
১২) জাতিসংঘের সদর দপ্তর - নিউইর্যক ১৩) জাতি সংঘের বর্তমান সদস্য - ১৯৩
১৪) বাংলাদেশ জাতিসংঘে যােগদান করে - ১৯৭৪ সালে।
১৫) বাংলাদেশ জাতিসংঘের - ১৩৬ তম সদস্য
১৬) এই পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন জাতি সংঘের - ৪ জন মহাসচিব ৫ বার
১৭) বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয় - ১৯৭৯-৮০ সালে
১৮) জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয় - ১৯৮৪ সালে।
১৯) জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপত্বি করেন - হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে
২০) তিনি সভাপতিত্ব করেন সাধারণ পরিষদের - ৪১ তম অধিবেশনে ।
২১) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি - UNDP
২২) শিশু তহবিল- UNICEF
২৩) শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি সংস্থা - UNESCO
২৪) খাদ্য ও কৃষি সংস্থা - FA0.
২৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থা - WHO
২৬) নারী উন্নয়ন তহবিল- UNIFEM
২৭) জনসংখ্যা কার্যক্রম তহবিল - UNFPA
২৮) জাতিসংঘ মানবাধিকার সর্বজনীন ঘােষণা পত্র - ১৯৪৮ সালে
২৯) নারী বছর ঘােষণা করা হয় - ১৯৭৫ সালকে
৩০) প্রথম বিশ্ব নারী সম্মেলন - ১৯৭৫ সালে, মেক্সিকোতে অনুষ্ঠিত হয়
৩১) CEDAW সনদ কার্যকর হয় - ১৯৮১ সালে
৩২) দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন - ১৯৮০ সালে, কোপেনহেগেন
৩৩) তৃতীয় বিশ্ব নারী সম্মেলন - ১৯৮৫ সালে, নাইরােবিতে
৩৪) চতুর্থ বিশ্ব নারী সম্মেলন -১৯৯৫ সালে, বেইজিং
৩৫) চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ঘােষণা - নারীর চোখে বিশ্ব দেখুন
৩৬) CEDAW সনদ - ১৯৭৯ সালেগৃহীত হয়।
৩৭) সিডও সনদে বর্তমান সমর্থনকারী দেশ - ১৩২ ৩৮) সিডও সনদে ধারা- ৩০ টি
৩৯) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরােধ দিবস - ২৫ ডিসেম্বর
৪০) এই দিবসটি ঘােষণা করা হয় - ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
৪১) বিশ্ব নারী দিবস - ৮ মার্চ
৪২) বিশ্বে প্রথম HIV সংক্রমিত ব্যক্তি সনাক্ত হয় - ১৯৮১ সালে