ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ তথ্য

জনশুমারি ও গৃহগণনা ২০২২,জনশুমারি ও গৃহগণনা,জনশুমারি ২০২২,জনশুমারি ও গৃহগণনা ২০২২ বেতন,জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ফলাফল,জনশুমারি ও গৃহগণনা 2022,ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২,জনশুমারি ও গৃহগণনা ২০২১ বেতন,জনশুমারি ও গৃহগণনা প্রকল্প,জনশুমারি,জনশুমারি ও গৃহগণনা apps,ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২,জনশুমারি ও গৃহগণনা কবে শুরু হবে,জনশুমারি ২০২২ এর ফলাফল,জনশুমারি ২০২২ শুরু হবে কবে,জনশুমারি ও গৃহগণনা ২০২২ অ্যাপ,জনশুমারি ও গৃহগণনা ২০২২ বেতন কত

 ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২

* ষষ্ঠ জনশুমারিতে শতকরা জনসংখ্যা বৃদ্ধি- ১৪.৬৬%।

* ষষ্ঠ জনশুমারিতে গড় বার্ষিক বৃদ্ধি- ১৮,৭৬,৮৮২ জন।

* সর্বাধিক জনসংখ্যা যে বিভাগে- ঢাকা।

সর্বনিম্ন জনসংখ্যা যে বিভাগে- বরিশাল।

সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার যে বিভাগে- ঢাকা (১.৭৪%)।

* সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার যে বিভাগে- বরিশাল (০.৭৯%)।

সর্বোচ্চ লিঙ্গানুপাত যে বিভাগে- ঢাকা (১০৩.৪০ : ১০০)।

* সর্বনিম্ন লিঙ্গানুপাত যে বিভাগে- চট্টগ্রাম (৯৩.৩৮ : ১০০)।

* পল্লী এলাকায় সর্বাধিক জনসংখ্যা যে বিভাগে- ঢাকা।

* পল্লী এলাকায় সর্বনিম্ন জনসংখ্যা যে বিভাগে- বরিশাল।

শহর এলাকায় সর্বাধিক জনসংখ্যা যে বিভাগে- ঢাকা।

শহর এলাকায় সর্বনিম্ন জনসংখ্যা যে বিভাগে- সিলেট।

* সর্বাধিক জনসংখ্যা যে সিটি কর্পোরেশনে- ঢাকা উত্তর।

সর্বনিম্ন জনসংখ্যা যে সিটি কর্পোরেশনে- বরিশাল।

( সর্বাধিক ঘনবসতিপূর্ণ সিটি কর্পোরেশন- ঢাকা দক্ষিণ।

( সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ সিটি কর্পোরেশন- রংপুর।

( সর্বাধিক ক্ষুদ্র নৃ-গােষ্ঠী বাস করে যে বিভাগে- চট্টগ্রাম (২.৯৯%)।

( সর্বনিম্ন ক্ষুদ্র নৃ-গােষ্ঠী বাস করে যে বিভাগে- বরিশাল (০.০৫%)।

* বস্তিতে বসবাসকারী জনসংখ্যা যে বিভাগে সর্বোচ্চ- ঢাকা।

এ বস্তিতে বসবাসকারী জনসংখ্যা যে বিভাগে সর্বনিম্ন- ময়মনসিংহ।

MORE NEWS

ভাসমান লােকের সংখ্যা যে বিভাগে সর্বোচ্চ- ঢাকা।

এ ভাসমান লােকের সংখ্যা যে বিভাগে সর্বনিম্ন- ময়মনসিংহ।

বস্তি ও ভাসমান ব্যতীত অন্যান্য জনসংখ্যা যে বিভাগে সর্বোচ্চ- ঢাকা।

এ বস্তি ও ভাসমান ব্যতীত অন্যান্য জনসংখ্যা যে বিভাগে সর্বনিম্ন- বরিশাল।

এক জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে বিভাগে- ঢাকা (২,১৫৬ জন)।

এক জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম যে বিভাগে- বরিশাল (৬৮৮ জন)।

এ যে বয়সী জনসংখ্যার হার সর্বাধিক ১৫-১৯ বছর (১০.০৩%)।

* যে বয়সী জনসংখ্যার হার সর্বনিম্ন- ৯৫ ও তদূর্ধ্ব বছর (০.০৭%)।

* শিশু ও মহিলার অনুপাত সর্বোচ্চ যে বিভাগে- ময়মনসিংহ (৩৮৩ জন)।

* শিশু ও মহিলার অনুপাত সর্বনিম্ন যে বিভাগে- ঢাকা (২৯৮ জন)।

* নির্ভরশীলতার অনুপাত যে বিভাগে সর্বোচ্চ- ময়মনসিংহ (৬০.৩৩)।

* নির্ভরশীলতার অনুপাত যে বিভাগে সর্বনিম্ন- ঢাকা (৪৬.৩২)।

* বিবাহিত সংখ্যার হার যে বিভাগে সর্বোচ্চ- রাজশাহী (৬৮.৯৭%)।।


Next Post Previous Post