সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার মান বন্টন

প্রাথমিক শিক্ষক নিয়োগ,প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ,সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি,সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ,প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভা প্রস্তুতি,সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এর মানবন্টন,সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক,প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি,সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০,প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা প্রস্তুতি,প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার মান বন্টন--

১) বাংলা - ৫০ মার্কস ব্যকরণ- ২০ সাহিত্য -৩০ ২) ইংরেজি- ৫০ মার্কস ল্যাঙ্গুজ-৪৫ সাহিত্য-৫ ৩)সাধারণ জ্ঞান- ৪০ মার্কস বাংলাদেশ-২০ আন্তর্জাতিক- ২০ ৪)গনিত- ৬০ মার্কস সাধারণ গনিত-৫০ মানসিক দক্ষতা -১০ ভাইভা- ৫০ মার্কস লিখিত(এমসিকিউ) পরীক্ষায় যে যতো বেশি মার্কস তুলতে পারবে, তিনি চাকরি পাওয়ার দৌড়ে ততো বেশি এগিয়ে যাবেন।

MORE NEWS

উল্লেখ এখানে বিভিন্ন সাবজেক্টে কাট মার্কস বিভিন্ন হয়। এমনো হতে পারে এক সাবজেক্টে যে মার্কসে চাকরি হবে, অন্য কোন ভালো সাবজেক্টে এর চেয়েও বেশি কাট মার্কস হতে পারে। ২০০ নম্বরের মধ্যে ১৮০+ মার্কস বিগত সালের বিভিন্ন সালের প্রশ্ন থেকে আসবে। সুতরাং যতো বেশি জব সলুশন পড়বেন ততো বেশি এ পরীক্ষায় এগিয়ে থাকবেন। সবার জন্য শুভকামনা।
Next Post Previous Post